কলকাতা বিমানবন্দরে চরম উৎকণ্ঠায় ২২০ বাংলাদেশি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-07 02:27:07

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালিন্দ এয়ারের একটি বিমান ২২০ জন বাংলাদেশি নিয়ে ঘন কুয়াশার কারণে কলকাতা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানবন্দরে জরুরি অবতরণের পর থেকে সেসব বাংলাদেশি যাত্রী আটকে পড়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) ভোর থেকে সেখানে চরম উৎকণ্ঠায় রয়েছেন তারা। কখন তাদের ঢাকায় ফেরানো হবে, সে বিষয়ে কেউই কোনো সঠিক উত্তর দিতে পারছে না।

জানা গেছে রোববার (৫ জানুয়ারি) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালিন্দ এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে সোমবার রাত ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ঢাকা পৌঁছানোর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সেখানে নারী-শিশু ও বেশ কয়েকজন মুমূর্ষু রোগীসহ ২২০ যাত্রী উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে সোমবার ভোর ৪টা থেকেই ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে কলকাতা বিমানবন্দরে। এর ফলে প্রায় ৬০টির মতো ফ্লাইটের শিডিউলে প্রভাব পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশি যাত্রী আটকা পড়ার ঘটনা নিশ্চিত করলেও এই বিষয়ে সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার দায়িত্ব বলে দাবি করেছেন।

আটক পড়া রিয়াজ ফাহাদী নামে এক যাত্রী জানান, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রবিবার রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে এক ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটি সঠিকভাবে চললে সোমবার ভোর ৩টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানে অপেক্ষা করতে হয়। পরে তাদের কলকাতা বিমানবন্দরে অপেক্ষালয়ে নিয়ে যাওয়া হয়।

যাত্রীরা অভিযোগ করেন, সকালে কোনো যাত্রীকে এক বোতল পানি পর্যন্ত দেওয়া হয়নি। পরে দুপুরে খাবার দেওয়া হয়।

জানা গেছে, ওই বিমানে গুরুতর অসুস্থ যাত্রী রয়েছেন প্রায় পাঁচজন। যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, সেটারও ব্যবস্থা করা হয়নি।

Related News