আহতদের জন্য নেপাল থেকে কর্ণিয়াল টিস্যু পরিবহন করল বিমান

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-20 18:24:01

মন্ত্রণালয়ের অনুরোধক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজনের চোখের কর্ণিয়া ট্রান্সপ্লান্টেশনের জন্য নেপাল থেকে অতি সংবেদনশীল কর্ণিয়াল টিস্যু কোনো ধরনের চার্জ ছাড়া দেশে পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২০ অক্টোবর) কাঠমান্ডু থেকে বিজি৩৭২ ফ্লাইটের মাধ্যমে ঢাকায় পরিবহনের পর তা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নওরোজ ফেরদৌস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিস মোঃ রাশেদুল করিম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Related News