ভোলায় নদীতে ইলিশ ধরায় ২৫ জেলে আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ২৫

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ২৫

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে ২৫ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী। জব্দ করা হয়েছে ২০ কেজি ইলিশ ৪টি ট্রলার ও প্রায় ৫ হাজার মিটার জাল।

রোববার (২০ অক্টোবর) সকালে সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলু মিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে মেঘনা নদী থেকে আটক করা হয় আরও ১৩ জেলেকে। আলাদা ভ্রাম্যমাণ আদালতে এদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, আটককৃতদের কাছ থেকে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে।