চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু বৃহস্পতিবার থেকে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-16 17:16:29

চট্টগ্রাম শহরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)। পতেঙ্গা প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টোল আদায় কার্যক্রম শুরু হবে। শুরুতে পতেঙ্গা প্রান্তে চারটি বুথে টোল দেওয়া যাবে। আপাতত সিডিএ এই কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।

টোল হার নির্ধারণ

গত ২৭ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল হার চূড়ান্ত করে। মোট ১০ ধরনের গাড়ি চলাচলের সুযোগ রাখা হলেও মোটরসাইকেল ও ট্রেইলার এক্সপ্রেসওয়েতে চলতে পারবে না।

চূড়ান্ত হওয়া টোলের হার অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাকে টোল দিতে হবে ৩০ টাকা। কারজাতীয় গাড়িকে দিতে হবে ৮০ টাকা। জিপ ও মাইক্রোবাসের জন্য টোলের হার ১০০ টাকা। পিকআপ থেকে নেওয়া হবে ১৫০ টাকা। মিনিবাস ও ট্রাক (চার চাকা) থেকে ২০০ টাকা করে, বাস থেকে ২৮০ টাকা নেওয়া হবে। ট্রাকের (৬ চাকা) জন্য ৩০০ টাকা এবং কাভার্ড ভ্যানের জন্য ৪৫০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

২০২৩ সালের ১৪ নভেম্বর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর গত আগস্টের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়। এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় হয়েছে ৪ হাজার ২৯৮ কোটি টাকা।

Related News