মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-16 19:11:09

মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নেভাল জেটিতে বানৌজা তুরাগ উন্মুক্ত রাখা হয়। দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে ওই যুদ্ধজাহাজ পরিদর্শন করছেন।

বানৌজা তুরাগ জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ জানান, দেশে যেকোন প্রাকৃতিক দুর্যোগে সবসময় আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে নৌবাহিনী। সাম্প্রতিক বন্যাসহ সবধরণের দুর্যাগে নৌসদস্যরা উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান করতে নিয়োজিত থাকে।

এছাড়াও, নৌবাহিনীর সদস্যগণ নিয়মিত উপকূলীয় এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তাসহ ভূমিহীন ও দরিদ্র পরিবারের জন্য উপকূলীয় এলাকায় পুনবার্সন কার্যক্রম পরিচালনা করে। একটি সুন্দর ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নৌবাহিনী সদস্যরা বর্তমান সরকারের নির্দেশনা অনুয়ায়ী জাতীয় গুরুত্বপূর্ণ দয়িত্বে নিয়োজিত রয়েছে। দেশ মাতৃকার প্রয়োজনে আমরা সর্বদাই নিয়োজিত।

তিনি বলেন, দেশ গঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র সম্পদের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা প্রদান, বন্দরসমূহের সুরক্ষা, ইলিশ প্রজনন বিস্তারে বিভিন্ন অভিযান পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ দেশের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে নৌবাহিনী।

Related News