তত্ত্বাবধায়ক ফেরা নিয়ে যা বলছেন আইনজীবীরা

, জাতীয়

ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম | 2024-12-19 11:10:33

আইনজ্ঞদের মতে প্রথমত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত (সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলা) রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন আপিল বিভাগে নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি নিষ্পত্তি হলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে যেসব প্রশ্ন রয়েছে, তার অবসান ঘটবে। দ্বিতীয়ত, হাই কোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হতে হবে।

অন্যদিকে মঙ্গলবার হাই কোর্টের রায়ের পর সংশ্লিষ্ট আইনজীবীরাও জানিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখনই ফিরছে না। এ জন্য ত্রয়োদশ সংশোধনী মামলার রিভিউ আবেদন নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে রূপান্তরিত হতে পারে। এতে সাংবিধানিক কোনো বাধা থাকবে না।

নব্বই দশকে স্বৈরাচার এরশাদের পতনের পর থেকেই দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে তীব্র মতভেদ। এ নিয়ে দফায় দফায় রাজপথে লড়াই চালিয়ে এলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। তবে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ায় দেশে-বিদেশে এই ব্যবস্থা গ্রহণযোগ্যতা পায়। কিন্তু ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে এ ব্যবস্থা বাতিল করে।

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পঞ্চদশ সংশোধনীর একটা অংশ আদালতের রায়ে অবৈধ ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ের কপি পেলেই বোঝা যাবে, এটা কীভাবে কার্যকর হবে। এ ছাড়া ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ও আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। এই দুই রায়ের অনুলিপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী আহসানুল করিম বলেন, হাই কোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের বিধানকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। তিনি বলেন, এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে আপিল বিভাগের রায় হওয়ার পর, জুডিশিয়াল কাউন্সিল এখন যেভাবে স্বয়ংক্রিয় পুনরুজ্জীবিত হয়েছে। এ ক্ষেত্রেও তাই হবে।

রায় ঘোষণার পর রিট আবেদনকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া গণমাধ্যমকে বলেছিলেন, রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে বড় বাধা দূর হয়েছে। তবে সেটা এখনই ফিরে এসেছে বলা যাবে না। কারণ, সেটা বাতিল করা হয়েছিল দুভাবে। সর্বোচ্চ আদালতের রায় ও সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে। তিনি বলেন, আপিল বিভাগে রিভিউ আবেদন পেন্ডিং রয়েছে। আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুনানির জন্য রয়েছে। সেটা আবেদনকারীদের পক্ষে নিষ্পত্তি হলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরবে এবং কার্যকর হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Related News