ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে বার্তা২৪.কমকে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী।
নাসির হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ভোর সাড়ে ৬টা এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ভোর সাড়ে ৫ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরে কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এবং সাড়ে ৭টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।