খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ীর 'কাচ্চি বাড়ি'তে অভিযান চালিয়েছেন বিশেষ টাস্কফোর্স দলের সদস্যরা। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) রাজবাড়ী শহরের বিনোদপুর কাচ্চি বাড়ির কারখানায় গিয়ে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয় বলে তিনি জানান।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীর ১নং রেলগেটে অবস্থিত রেস্টুরেন্ট কাচ্চি বাড়ির কারখানায় তারা অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও কাচ্চি’তে নিষিদ্ধ খাদ্যদ্রব্য ব্যবহার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধের কারণে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানসহ অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক ও জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক(এ.এস.আই) মো. হাবিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।