নরসিংদী জেলা জাতীয় পার্টির পূর্বের কমিটি বিলুপ্ত করে মোঃ হাবিবুর রহমানকে সভাপতি ও মোঃ নেওয়াজ আলী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) জাতীয় পার্টির এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার প্রস্তাবে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।