লজ্জার রেকর্ড গড়ল শান্তর বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-10-31 18:10:06

প্রথম টেস্টে তাও দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে তাও সম্ভব হলো না। দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে চাপা পড়ে সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারল না কিছুতেই।

দুই ইনিংসেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। আর তাতে আজ বৃহস্পতিবার তিন দিনেই বাংলাদেশ ম্যাচটা হেরে বসল। দক্ষিণ আফ্রিকা তুলে নিল ইনিংস ও ২৭৩ রানের বিশাল এক জয়।

এই ম্যাচের ফলাফল বেশ কিছু রেকর্ডের জন্ম দিয়েছে। প্রথমটা দক্ষিণ আফ্রিকার। এটি টেস্টে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়। এর আগের জয়টাও বাংলাদেশের বিপক্ষেই এসেছিল, ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে জিতেছিল দলটা, এবার জিতল ইনিংস ও ২৭৩ রানে।

এটা বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম হার। অল্পের জন্য বাংলাদেশ সবচেয়ে বড় হারের ‘কীর্তি’টা গড়তে পারেনি। ২০০২ সালে ঢাকায় উইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ৩১০ রানে হেরেছিল বাংলাদেশ। সেটা আজ ভেঙে দেওয়ার খুব কাছেই চলে গিয়েছিল দল। তবে শেষমেশ ইনিংস ও ২৭৩ রানে হারায় সেটা ভাঙা হয়নি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই হার জায়গা করে নিয়েছে বৃহত্তম হারের তালিকায় দ্বিতীয় স্থানে।

Related News