নারী ফুটবলারদের কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-10-31 21:06:08

সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নারী ফুটবলারদের ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে সাবিনা খাতুনদের বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা। এদিন উইনিং বোনাস হিসেবে ১ কোটি টাকার চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই টাকা দেওয়া হয়েছে সাফ জয়ী নারী ফুটবলারদের।

এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার সকাল ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

আজ দুপুর ২টা ১৫ মিনিটে নেপাল থেকে চ্যাম্পিয়নরা পা রাখেন ঢাকার মাটিতে। এরপর সংবাদকর্মীদের সামনে কথা বলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। এরপরই ফুটবলাররা ছাদখোলা বাসে উঠে বসেন, তাদের গন্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নারী ফুটবল দলকে নিয়ে এই বাস এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেকে এফডিসির সামনে এসে সাতরাস্তায় নামে। সেখান থেকে মগবাজার ফ্লাইওভারে ওঠে কাকরাইল নেমে পল্টন, নটরডেম কলেজ ও শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে চলে আসে।

সাবিনা খাতুন তার দল নিয়ে মতিঝিলস্থ বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন উপদেষ্টা। সঙ্গে রয়েছে মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা।

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। গত বুধবার রাতে কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে এই ট্রফি জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ। 

Related News