অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ। ২৯ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। বাংলাদেশ ‘বি’ গ্রুপে লড়বে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।
১২ দিন ব্যাপী এই টুর্নামেন্ট আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভেন্যু দুটি– দুবাই এবং শারজা।
উদ্বোধনী দিনে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিন শ্রীলঙ্কা বনাম নেপালও ম্যাচও আয়োজিত হবে। দুটি সেমিফাইনাল ও ফাইনালসহ টুর্নামেন্টে সর্বমোট ম্যাচের সংখ্যা হলো ১৫টি।
২০ নভেম্বর টুর্নামেন্ট শুরু হবে এবং ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে।
২৯ নভেম্বরের উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া বাংলাদেশের গ্রুপ পর্বে পরের দুটি ম্যাচ হলো ১ ও ৩ ডিসেম্বর। প্রতিপক্ষ নেপাল ও শ্রীলঙ্কা।