জিয়া ক্রিকেট টুর্নামেন্টে আশরাফুল-তামিম
ক্রিকেট রোমাঞ্চে এবার মাতবে বগুড়া। আগামী রোববার থেকে শহরের শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। যেখানে তারকার মেলা বসবে। বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটাররা তো আছেনই, সঙ্গে জাতীয় লিগের খেলোয়াড়রাও মাতাবেন মাঠ। ২২টি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যেখানে যুক্ত হবেন দুই মহাতারকা মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবালও।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই টুর্নামেন্টের আয়োজক বিএনপি সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকেরা। একদিন আগেই এই ঘোষণাটি দিয়েছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
আমিনুল জানিয়েছেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রতিবছরই আয়োজন করতে চান। ভবিষ্যতে জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমানের নামেও একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামেও নারীদের একটি ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে তাদের।
১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগের দুই দল রাজশাহী লাল ও রাজশাহী সবুজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পথচলা।
উদ্বোধনী অনুষ্ঠানে চমক হিসেবে থাকছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। এমন কী তাদের এই টুর্নামেন্টে খেলার কথাও শোনা যাচ্ছে।
বিভাগীয় পর্যায়ের খেলাগুলো বিভাগীয় ও জেলা শহরে হবে। এরপর ১৬ জানুয়ারি ঢাকায় শুরু মূল পর্ব হবে। ফাইনাল হবে ১৯ জানুয়ারি, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। এটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিভাগীয় পর্যায়ের খেলাগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। ঢাকায় মূল পর্ব টি-টেনও ফরম্যাটে আয়োজনের পরিকল্পনা আছে তাদের।
গত বৃহস্পতিবার টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে আমিনুল হক ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কোরার্স ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইউশা মিশু, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ক্রিকেট সংগঠক তারিকুল ইসলামসহ অনেকে।