হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রান উৎসব

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-15 14:05:25

৭৫ রানে ৩ উইকেট নিয়ে বেশ আনন্দেই ছিল ভারত। চতুর্থ উইকেটে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের ২৪১ রানের জুটিতে ম্যাচের সেই আনন্দ ফিরে গেল অস্ট্রেলীয় শিবিরে। দুজনেই সেঞ্চুরি করে ফিরেছেন। সেই সুবাদে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৪০৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে।

ট্রাভিস হেড অ্যাডিলেডের কীর্তি ফের এনে হাজির করলেন ব্রিসবেনেও। অ্যাডিলেডে তার ব্যাট হেসেছিল ১৪১ বলে ১৪০ রানের সেঞ্চুরিতে। ব্রিসবেনে করলেন আরেকটু বেশি, ১৬০ বলে ১৫২ রান। সঙ্গে থাকা স্টিভেন স্মিথও সেঞ্চুরির আনন্দে ভাসলেন। তার সেঞ্চুরিটা অবশ্য খানিকটা ধের্যশীল। ১৯০ বলে ১২ বাউন্ডারিতে ১০১ রান করেন স্মিথ।

অস্ট্রেলিয়ার ব্যাটিং উৎসবের দিনেও ভারতের বোলিংয়ে তারকা ঐ একজনই- জাসপ্রিত বুমরা। আরেকবার ইনিংসে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। ৪৩ টেস্টে ইনিংসে এটি তার ১২তম পাঁচ বা তারচেয়ে বেশি উইকেট শিকার। চলতি সিরিজে তার উইকেট শিকারের সংখ্যা গিয়ে পৌছাল ১৭তে। পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসই শুরু করেছিলেন ৩০ রানে ৫ উইকেট তুলে। দ্বিতীয় ইনিংসে যোগ হয় আরো ৩ উইকেট। ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন। অ্যাডিলেডে পেয়েছিলেন ৪ উইকেট। ব্রিসবেনে দ্বিতীয়দিন পর্যন্ত আরো পাঁচ উইকেট! কি দুর্দান্ত পারফরমেন্স!

ওয়ানডে থেকে টেস্ট ম্যাচ-সব ফরমেটেই ট্রাভিস হেডের ব্যাট মানেই ভারতের মাথা ব্যথা! যে কায়দায় ব্রিসবেনে ক্যারিয়ারের ৯ নম্বর সেঞ্চুরি তুলে নিলেন হেড তাতে মনে হলে, গেলেন, খেললেন এবং সেঞ্চুরি পেলেন। ভারতের বোলিং যে এই বাঁহাতি ব্যাটার দারুণ উপভোগ করেন, তার আরেকটা প্রমাণ রেখেই ব্রিসবেনে ভাসলেন ১৫২ রানের আনন্দে। অন্যপ্রান্তে ১১২ টেস্টের অভিজ্ঞ স্টিভেন স্মিথ ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরির রেকর্ড গড়লেন। চলতি সিরিজের প্রথম দুই টেস্টের তিন ইনিংসে তার সাকুল্যে যোগাড় ছিল ১৯ রান। পার্থে ০ ও ১৭। অ্যাডিলেডে ২। সব ব্যর্থতা কাটিয়ে ব্রিসবেনে ১০১ রানের সেঞ্চুরিতে জানিয়ে দিলেন এখনো তার ব্যাটে রানের ক্ষুধা আছে বেশ।

অস্ট্রেলিয়া-ভারতের পাঁচ টেস্টের সিরিজে বর্তমানে ১-১ এর সমতা চলছে।

Related News