অ্যাটলেটিকোর কাছে হেরে তিনে নেমে যাওয়ার শঙ্কায় বার্সা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-22 12:22:44

অ্যাটলেটিকো মাদ্রিদ শনিবার বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান দখল করেছে। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পল এবং আলেকজান্ডার সর্লোথের গোল অ্যাটলেটিকোকে নাটকীয় জয় এনে দেয়। এই জয়ে তারা বার্সেলোনার থেকে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে গেল।

ম্যাচের শুরুতে বার্সেলোনা আধিপত্য বিস্তার করে এবং ৩০তম মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায়। পেদ্রি নিজেই বল নিয়ে এগিয়ে গাভিকে পাস দেন, যা গাভির পায়ে লেগে আবার পেদ্রির কাছে ফিরে আসে। সেখান থেকে তিনি গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনা লিড বাড়ানোর সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি। ফারমিন লোপেজের শট আটকান ওবলাক এবং রাফিনহার শট ক্রসবারে লাগে। এর কিছুক্ষণ পরেই ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে ডি পল নিচু শটে গোল করেন।

শেষ মুহূর্তে উভয় দলই জয়ের চেষ্টা চালায়। তবে যোগ করা সময়ে নাহুয়েল মোলিনার ক্রস থেকে সর্লোথের দুর্দান্ত ফিনিশ অ্যাটলেটিকোকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়।

এই জয়ে অ্যাটলেটিকো ক্রিসমাসের আগে লিগ টেবিলের শীর্ষে অবস্থান নিশ্চিত করল। বার্সেলোনা এখন তাদের শেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে এবং ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের মুখ দেখেছে, যা ১৯৮৭ সালের পর দলটির সবচেয়ে খারাপ রেকর্ড।

এই হারের ফলে বার্সেলোনা আজ তিনে নেমে যাওয়ার শঙ্কায়ও আছে। দলটির পয়েন্ট বর্তমানে দাঁড়াল ১৯ ম্যাচে ৩৮ এ। দুই ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ এক পয়েন্টে পিছিয়ে আছে বার্সার। আজ রাতে সেভিয়াকে হারিয়ে দিতে পারলেই তারা উঠে আসবে দুইয়ে। আর শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়েছে।

Related News