আবারও হেরে বসল ম্যানসিটি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার সিটির বাজে সময় চলছেই। শেষ ১১ ম্যাচের ৮টিতে হেরে শনিবার অ্যাস্টন ভিলার মাঠে গিয়েছিল দলটা। এমিলিয়ানো মার্তিনেজের দলের কাছে ২-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। 

বাজে সময়কে পেছনে ফেলতে কোচ পেপ গার্দিওলা ৬টি পরিবর্তন এনেছিলেন দলে। তবে সিটির অগোছালো পারফর্ম্যান্সে কোনো বদল আসেনি। মাত্র ২০ সেকেন্ডের মধ্যে গোল হজম করতে বসেছিল দলটা। তা সামলে কিছু সুযোগও তৈরি করেছিল।

বিজ্ঞাপন

তবে ১৬ মিনিটে জন দুরানের গোলে এগিয়ে যায় ভিলা। এরপরই একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে জেতে থাকে সিটি। ৬৫ মিনিটে জন ম্যাকগিনের পাস থেকে মরগান রজার্সের গোল ম্যাচ জেতার সম্ভাবনা শূন্যের কোটায় নামিয়ে আনে সিটির।

এরপরও অবশ্য সিটি চেষ্টা থামায়নি। গার্দিওলা দ্বিতীয়ার্ধে কাইল ওয়াকারকে স্টোনসের জায়গায় নামান। তাও কাজে দেয়নি। শেষ মুহূর্তে ফোডেন অবশ্য একটা গোল করেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিটিকে তাই মাঠ ছাড়তে হয় ২-১ গোলের হার নিয়ে। 

বিজ্ঞাপন

এই জয়ে ভিলা গার্দিওলার সিটিকে টপকে প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ১৭ ম্যাচে ২৮, আর সিটির পয়েন্ট সমান ম্যাচে ২৭।