গ্রামে মাদকাসক্তির ছায়া দেখে হতাশ ক্রিকেটার শরিফুল
ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। খেলেছেন টেস্ট ও ওয়ানডে ম্যাচেও। সামনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এখন তো শরিফুল ইসলামের ভাবনায় থাকতে পারতো শুধুই ক্রিকেট। কিন্তু বাংলাদেশের এই তারকা পেসারের ভিন্ন এক কারণে মন ভাল নেই।
তার গ্রামের সামাজিক পরিবেশ ভাবিয়ে তুলেছে। মনটাও এই কারণে খারাপ শরিফুলের। জাতীয় এই ক্রিকেটারের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারি গ্রামে। তার গ্রামেই এখন মাদকাসক্তির ছায়া। এটা দেখে হতাশ শরিফুল।
নিজ গ্রামের এই অবস্থা দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হলেন শরিফুল। এই পেস বোলার তার ভেরিফাইড পেজে লিখেছেন, ‘আমার গ্রাম, যেখানে আমার শৈশব-কৈশোর কেটেছে, সেটির প্রতি এক অদ্ভুত টান অনুভব করি। এখানে ফিরলেই স্মৃতিরা যেন নতুন করে বেঁচে ওঠে, আর মন ভরে যায় আবেগে। কিন্তু ইদানীং এই আবেগের জায়গায় শঙ্কা আর উৎকণ্ঠা জায়গা নিচ্ছে।’
তার প্রান্তিক গ্রামেও এভাবে মাদক হানা দিয়েছে দেখে অবাক শরিফুল। তিনি আরও লিখেছেন, ‘এত দুর্গম ও শান্ত গ্রামেও মাদকাসক্তির কালো ছায়া পড়তে শুরু করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শেকড় কি আর আগের মতো নিরাপদ, নির্মল পরিবেশ ধরে রাখতে পারবে? নাকি দিন দিন ভয় আর অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাবে? এই প্রশ্নগুলো আমাকে গভীরভাবে নাড়া দেয়।’
শরিফুলের এমন উদ্বিগ্ন হয়ে যাওয়াটা স্বাভবিক। বাংলাদেশের অনেক এলাকাতেই এমন দৃশ্য। শরীফুল এখন খেলছেন টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেটে। এরপর শুরু বিপিএলে এবার চিটাগং কিংসের হয়ে খেলবেন তিনি।