বিপিএলে ১২ আম্পায়ার, দুই বিদেশি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর থেকে। তার আগে শেষ মূহুর্তের প্রস্তুতিও সেরে নিয়েছে বিসিবি। নতুন দৃশ্যপটে জমকালো আয়োজনের কোন কমতি রাখতে চাইছেন না সভাপতি সভাপতি ফারুক আহমেদ।
বিপিএল শুরুর সপ্তাহখানেক আগেই আম্পায়ার্সদের তালিকা চূড়ান্ত করল বিসিবি। এবারের বিপিএলে মাঠের দায়িত্বে থাকবেন ১২ আম্পায়ার। যারমধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ার। ৪ জন ম্যাচ রেফারি। যদিও সেই তালিকাটা এখনো ঘোষণা করেনি বিসিবি।
বিপিএলের প্রতিটি ভেন্যুতেই এবার থাকবে জুলাই বিপ্লবের ছোঁয়া। শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনামূল্যে পানি। খাবারের দামও সহনীয় রাখার উদ্যোগ নিয়েছে বোর্ড। ই-টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রথমবারের মতো এই আসরে থাকছে থিম সং।
এবার শুধু ঢাকাতেই নয়, অন্য শহরে থাকছে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। তিন ভেন্যু শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট।
পাশাপাশি খেলায় প্রযুক্তিও থাকছে ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। এবারের আসরে বিপিএলের মাস্কট হলো ডানা ৩৬। যা মূলত কোটা সংস্কার আন্দোলন এ শহীদ আবু সাইদ এর অনূপ্রেরণায় তৈরি করা হয়েছে।
বিপিএলের ৭ দল-
ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স, চিটাগাং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।