নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা বিসিবির

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নিগার সুলতানা জ্যোতি-ফারজানা হকদের বড় একটা সুখবরই দিল বিসিবি। কেন্দ্রীয় চুক্তির চার ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানো হচ্ছে এবার। বছরের শেষ বিসিবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বেতন কাঠামোর আওতায় নিদেনপক্ষে ১০ হাজার টাকা করে বাড়ছে খেলোয়াড়দের বেতন।  এ, বি, সি, ডি– এই চার ক্যাটাগরিতে ১৮ জন ক্রিকেটারকে রেখেছে বিসিবি। এই চার ক্যাটাগরির প্রথম দুটির বেতন বেড়েছে ২০ হাজার করে, আর শেষ দুই ক্যাটাগরির বেতন বেড়েছে ১০ হাজার টাকা করে।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের ফলে প্রথম দুই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ১ লাখ ২০ ও ১ লাখ করে টাকা। শেষ দুই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা পাবেন যথাক্রমে ৭০ ও ৬০ হাজার করে টাকা।

এখানেই শেষ নয়। বিসিবি আরও একটা সুখবর দিয়েছে নিগারদের। এখন থেকে দল পাবে ম্যাচ ও সিরিজ জেতার জন্য বোনাসও। বিসিবির বিবৃতিতে জানানো হয়, র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দলের বিপক্ষে ম্যাচ জিতলে ১ লাখ, ৪ থেকে ৬ নম্বরে থাকা দলকে হারালে ৭৫ হাজার ও ৭ থেকে ৯ নম্বরে থাকা দলের বিপক্ষে জয় পেলে দলের খেলোয়াড়রা পাবেন ৫০ হাজার করে টাকা; এই অর্থের পরিমাণ ওয়ানডে ম্যাচ জয়ের জন্য। আর টি-টোয়েন্টি ফরম্যাটে তিন ক্যাটাগরির দলের বিপক্ষে জিতলে খেলোয়াড়রা পাবেন যথাক্রমে ৫০, ৩৫ ও ৩০ হাজার করে টাকা। দুই ফরম্যাটে সিরিজ জিতলেও খেলোয়াড়রা পাবেন সমপরিমাণ অর্থ।

বিজ্ঞাপন

শুধু কেন্দ্রীয় চুক্তি নয়, এবার জাতীয় চুক্তির ঘোষণাও দিয়েছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা আরও ৩০ ক্রিকেটারকে এই চুক্তির আওতায় আনা হয়েছে এবার। এমনটা করা হয়েছে নারী ক্রিকেটারদের আর্থিক স্থিতি দেওয়ার লক্ষ্যে। এমনটা আগে পুরুষদের ক্রিকেটে ছিল, এবার নারী ক্রিকেটারদের জন্যও ঘোষণা করা হলো জাতীয় চুক্তি।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা হলেন–
এ– নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি, নাহিদা আক্তার
বি– ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুরশিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া
সি– সোবহানা মোস্তারি, লতা মণ্ডল, জাহানারা আলম, সোমা আক্তার
ডি– দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার, সাথী রানী

জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা হলেন– 
সালমা খাতুন, রুমানা আহমেদ, ইশমা তানজিম, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা, রুবইয়া হায়দার ঝিলিক, ফারজানা আক্তার লিজা, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, নিশিতা আক্তার নিশি, সম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সাবিকুন নাহার জেসমিন, সানজিদা আক্তার মেঘলা, ফাতেমা জাহান সোনিয়া, রিয়া আক্তার শিখা, মিষ্টি রানী সাহা, জান্নাতুল ফেরদৌস তিথি, আয়েশা আক্তার, ফোয়ারা বেগম, মোসাম্মৎ ইভা, সুমাইয়া আক্তার সুবর্ণা, জান্নাতুল মাওয়া, দিপা খাতুন, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, তাজ নেহার, শরিফা খাতুন।