হালান্ড পাবেন ৩৮৫৯ কোটি টাকা!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-17 19:05:10

ম্যানচেস্টার সিটিতে আরো লম্বা হচ্ছে আর্লিং হালান্ড অধ্যায়। আজ শুক্রবার সিটির সঙ্গে ৯.৫ বছরের চুক্তি নবায়ন করে আপাতত অন্য কোথাও যাওয়ার যে ইচ্ছে নেই সেই বার্তাই দিলেন নরওয়েজিয়ান এই তারকা স্ট্রাইকার।

নিজেদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে হালান্ডের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সিটি। ইতিহাদে ২৪ বছর বয়সী স্ট্রাইকারের বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিলো ২০২৭ সালের জুন মাসে। তবে আগামী সাড়ে নয় বছরের জন্য ক্লাবটির সঙ্গে থাকার চুক্তিবদ্ধ হওয়ায় সেটা গিয়ে দাঁড়াল ২০৩৪ সালে।

তার আগের চুক্তি অনুযায়ী হালান্ড প্রতি সপ্তাহে পৌনে চার লাখ পাউন্ড বেতন পেতেন। একাধিক বড় ধরনের প্রায় নিশ্চিত বোনাসের কারণে তার সাপ্তাহিক আয় সাড়ে আট লাখ পাউন্ডের বেশি পরিমাণে পৌঁছে যায়। এবার সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা।

সিটির সঙ্গে এই চুক্তি প্রিমিয়ার লিগের ইতিহাসে সবোর্চ্চ চুক্তি। এর আগে নয় বছরের জন্য চেলসির সঙ্গে চুক্তি করেছিলেন কোল পামার। এই চুক্তিতে হালান্ডের বেতন ধরা হয়েছে প্রতি সপ্তাহে আনুমানিক ৫০০,০০০ ইউরো।

চুক্তি নবায়ন নিয়ে হালান্ড বলেন, ‘আমি আমার নতুন চুক্তি স্বাক্ষর করে খুব খুশি এবং এই দারুণ ক্লাবে আরও বেশি সময় কাটানোর অপেক্ষায় আছি। ম্যানচেস্টার সিটি একটি বিশেষ ক্লাব, যেখানে দারুণ মানুষ এবং অসাধারণ সমর্থকরা রয়েছেন, এবং এটি এমন একটি পরিবেশ যা সবাইকে সেরা করে তোলার জন্য সাহায্য করে।’

২০২২ সালে ব্রুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পরপরই দ্রুত প্রভাব ফেলতে শুরু করেন নরওয়ের এই স্ট্রাইকার। প্রথম মৌসুমেই সমস্ত প্রতিযোগিতায় ৫২ গোল করে ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের ট্রেবল জিততে সহায়তা করেন তিনি। গত মৌসুমে আরও ৩৮ গোল করেন তিনি, যখন সিটি চতুর্থবারের মতো লিগ শিরোপা জিতেছিল। সবমিলিয়ে ক্লাবের হয়ে তার মোট গোল সংখ্যা ১২৬ ম্যাচে ১১১টি।

তবে প্রিমিয়ার লিগের চলতি আসরে খুব একটা সুবিধা করতে পারছে না সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে মাঠে সংগ্রাম করতে থাকা দলটি।

Related News