টানা আট জয়ে উড়ছে মোহামেডান

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-17 19:59:15

একের পর এক জয়ে নিজেদের হারানো গৌরব ফিরে পেতে মরিয়া হয়ে উঠছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আজ শুক্রবার ব্রাদার্স ইউনিয়কে ১-০ গোলে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিল সাদা-কালো শিবির। লিগে এখন তারা এককভাবে শীর্ষে।

শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে থাকা মোহামেডানের জয় যাত্রা এবার বিস্ময়ের জন্ম দিচ্ছে। দলটি বুঝিয়ে দিয়েছে এবার তাদের আটকানোর সাধ্য যেন কোন ক্লাবেরই নেই!

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটেই ইমানুয়েল সানডের পা থেকে জালের দেখা পায় আলফাজ আহমেদের শিষ্যরা। জুয়েলের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পান সানডে। নাইজেরিয়ার স্ট্রাইকার বাকি কাজটা সেরেছেন কোনাকুনি শটে।

বিরতির পর মাঠে ফিরে ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা ছিল না মোহামেডানের। ৫৬তম মিনিটে সতীর্থের পাসে সানডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। এরপর মোহামেডান গোল আগলে রাখার দিকেই মনোযোগী হয় বেশি।

পরে যোগ করা সময়ে সমতার সুবর্ণ সুযোগ হেলায় হারান ব্রাদার্সের চিক সিনে। ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর শট নেন সেনেগালের এই ফরোয়ার্ড। মোহামেডানের গোলকিপার সুজন হোসেন ফিস্ট করলে বল ফের চলে যায় সিনের পায়ে, এবার ফাঁকা পোস্ট পেয়েও উড়িয়ে মারেন তিনি! তাতে ব্রাদার্সের আর সমতায় ফেরা হয়নি তাতে ১-০ গোলে পিছিয়ে থেকে তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এ জয়ে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষেই সাদাকালোরা। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। তিনে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৫। চারে ব্রাদার্স। তাদের পয়েন্ট ১৪।

সর্বশেষ ২০০২ সালে শিরোপা নিজেদের ঘরে তুলতে পেরেছিলো মোহামেডান। প্রায় দুই যুগ পরে আবারো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শুরু থেকেই মাঠ মাতাচ্ছে অপরাজিত মোহামেডান।

Related News