মিছিলের ডাক

  • মহীবুল আজিজ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

[প্রয়াত কবি হেলাল হাফিজের কবিতা মনে রেখে।]

মিছিলের ডাক সবাই শোনে না, শুনেছিলে তুমি,
প্রিয়তমার ফুল যুদ্ধের বেদীতে করলে সমর্পণ।
যখন পায়ের নিচে মুহূর্মূহু কাঁপে জন্মভূমি,
যৌবনের শক্তি দিয়ে বেছে নিলে তুমি রক্ত-রণ।
যেরকম কবি নজরুল বাজান প্রলয়ের শিঙ্গা,
ক্ষোভ প্রতিবাদ বিরুদ্ধতা দিয়ে যৌবন জাগালে।
মাটির ভেতর থেকে উঠে ভেসে চলে যুদ্ধ-ডিঙা,
উজানের বৈঠা বেয়ে বিজয়ের সকাল রাঙালে।

তুমি দিলে ডাক যেসময় ছিল তার প্রয়োজন,
প্রদর্শন করো নাই আত্মত্যাগ করার প্রমাণ।
জানি তোমারই বহু সহযোদ্ধা এবং স্বজন,
হুইলচেয়ারে গোঙায়, তুমি কাব্যে ঢালো অভিমান।
জীবন কী দেবে তোমায় সেদিকে তাকাওনি একবার,
তোমারই ডাক দেবে প্রয়োজনে যৌবন আবার।

চট্টগ্রাম: ১৩-১২-২০২৪