বাসচাপায় ববি ছাত্রী নিহত, বিক্ষোভে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরিশাল-কুয়াকাটা সড়কে বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যানবাহনে অগ্নিসংযোগ করেন। এতে বরিশাল-পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা ও ভোলা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রবিউল ইসলাম ও মেহরাব হোসেন জানান, নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের একটি বাস দ্রুতগতিতে বরিশালের দিকে আসার সময় রাস্তা পার হতে থাকা মিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে কীর্তনখোলা নদীর দপদপিয়া সেতুর টোল ঘর এলাকায় শিক্ষার্থীরা বাসটি আটক করে এবং সেটিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আসে।

ওসি রফিকুল ইসলাম জানান, গুরুতর আহত মিমকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।

বন্দর থানার এসআই আব্দুল জলিল জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে এবং বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।