ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের গ্রাফিতি

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে শহীদ ওয়াসিম, শ্রাবণ গাজী এবং আলিফের গ্রাফিতি অঙ্কন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্রের পূর্ব পাশের দেয়ালে শাখা ছাত্রদলের সৌজন্যে গ্রাফিতিটি অঙ্কন করা হয়।

বিজ্ঞাপন

এসময় জাবি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শহীদ ওয়াসিম, শ্রাবণ গাজী আলিফের আত্মাত্যাগ আমাদের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জোগায়, তাদের আত্মাত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, শহীদ ওয়াসিম, শ্রাবণ গাজীর আলিফদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে৷

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শহীদ রফিক-জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা মোহাম্মদ তরিকুল ইসলাম, ছাত্রদল নেতা মিজানুর রহমান, মেহেদী ইমন, জামিল হোসন আদনান, সৌরভ মৃধা , মির্জা জহিরুল, তানিম হাসান , কাজী রাইসুল, ইমাম হোসেন , আলিফ, বাবু, হিমেল, মুহিবুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন