বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ে নিতে গবেষণামুখী হওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ে নিয়ে যেতে গবেষণামুখী হওয়ার আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ.কে. খান মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত "আন্ডারট্যাকিং এন্ড স্টিয়ারিং রিসার্চ" শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ে নিয়ে যেতে আপনারা গবেষনা কার্যক্রমের মাধ্যমে এগিয়ে আসুন। শিক্ষকরা কী গবেষণা করছেন তা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঘুরে দেখুন। সেখানে শিক্ষকদের গবেষণাপত্র এবং কাজের বিবরণ রয়েছে, না থাকলে তাদের প্রশ্ন করুন।
শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ওয়েবসাইট ফাঁকা রাখবেন না, কিছু হলেও লিখুন। শুধু সুন্দর চেহারা র্যাংকিংয়ে কোনো মার্কস দিবে না। এজন্য আমি শিক্ষকদের অনুরোধ করছি তাদের বায়োতে ছবি থাকুক বা না থাকুক, অবশ্যই গবেষণাকর্মের তথ্য সংযুক্ত করতে। এটি শিক্ষকদের স্কোর বৃদ্ধিতেও সহায়ক হবে।
সেমিনারে "পাবলিশিং ইউর রিসার্চ" এর উপর বক্তব্য রাখেন মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ড. আব্দুল আজীজ।
সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোহাম্মদ তারেক হোসেন "আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ এন্ড ক্যারিয়ার ইন রিসার্চ" বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি উচ্চ শিক্ষায় রিসার্স আইডিয়া সংগ্রহ, প্রকাশ, হাই কোয়ালিটি জার্নাল পেপার সম্পর্কে আলোচনা করেন।
এতে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোছাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কমিউনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মো. শহীদুল হক।
উল্লেখ্য, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ও চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি( সিইউআরএইচএস) এবং কমিউনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ এসোসিয়েশন( সিএজেআরএ) এর সহযোগিতায় এ সেমিনারে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। গবেষণা বিষয়ক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।