২০২৪ আর্থিক বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ১.৮ ট্রিলিয়ন

  • অর্থনীতি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৪ সালের আর্থিক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেটে আর্থিক ঘাতটির পরিমাণ দাঁড়িয়েছে ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয়বারের মতোন রেকর্ড স্থাপন করেছে।

শনিবার (১৯ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের চলতি আর্থিক বছরে (২০২৪) বাজেট ঘাটতির দাঁড়িয়েছে ১.৮ ট্রিলিয়ন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেটের ইতিহাসে তৃতীয়বারের মতোন রেকর্ড তৈরি করেছে। কোভিড-১৯ সময়ের পর এটাই সবচেয়ে বড় বাজেট ঘাটতি।

খবরে ট্রেজারি ডিপার্টমেন্টের বরাত দিয়ে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অবসরকালীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য সুরক্ষা এবং সেইসঙ্গে সামরিকখাতে ট্যাক্স বেড়ে ২০২৪ আর্থিক বছরে মোট ঘাটতির পরিমাণ এসে দাঁড়িয়েছে ১.৮৩৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। কোভিডের সময়ের পর এ ঘাটতির পর ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়ালো।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালের আর্থিক বছর শেষ হয়। এসময় পর্যন্ত ঘাটতি বেড়ে দাঁড়ায় ৮ শতাংশ বা ১শ ৩৮ বিলিয়ন ডলার।

এটি ছিল কোভিড মহামারি পর ৩য় বাজেট ঘাটতি। ২০২০ সালের আর্থিক বছরে বাজেট ঘাটতি ছিল ২.১৩২ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০২১ সালের আর্থিক বছরে ছিল ২.৭৭২ ট্রিলিয়ন মার্কিন ডলার।

২০২৩ সালে বাইডেন প্রশাসনের স্টুডেন্ট লোন প্রোগ্রাম খরচের পর বাজেট ঘাটতির পরিমাণ কমে রিজার্ভ হয়েছিল ৩শ ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এটি অদ্ভুতভাবে এখন ২ ট্রিলিয়ন মার্কির ডলার ছাড়িয়ে যেতে পারে।

আগের আর্থিক বাজেটের চেয়ে ২০২৪ সালের জিডিপির পার্থক্য বেড়ে ৬.৪ শতাংশ হতে পারে। এটি ৫ নভেম্বরের আগে কমলা হ্যারিসের প্রতিশ্রুতির জন্য সমস্যা তৈরি হতে পারে, যা ট্রাম্পের জন্য একটি সুযোগ করতে পারে।

তবে এ বিষয়ে হোয়াইট হাউসের বাজেট ডিরেক্টর শালন্দা ইয়ং যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরো শক্তিশালী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বাইডেন প্রশাসন ক্লিন এনার্জি, স্থাপনা এবং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আরো বিনিয়োগ বাড়াতে পারে।