রাতে রাজধানীর অনেক এলাকায় গ্যাস সংকট দেখা দিতে পারে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোমবার ( ১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা রাজধানীর অধিকাংশ এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

যে সব এলাকায় স্বল্পচাপ অথবা তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে সে এলাকাগুলো হচ্ছে, ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকা।

বিজ্ঞাপন

তিতাস গ্যাস জানিয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ডেমরা সিজিএস হতে তিতাসের ডেমরা সিজিএস গামী (২০"×১০০০ পিএসআইজি) বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাসের স্বল্পচাপ সমস্যা তৈরি হতে পারে।