সিনেমার জন্য যে ত্যাগ স্বীকার করলেন সিয়াম
গেল বছর নিজের জন্মদিনে ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে ‘জংলি’ নামে নতুন ছবির ঘোষণা দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত বছর কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তবে নতুন বছরের প্রথমদিন সিয়াম জানিয়ে দিলেন, চলতি বছর সিনেমা হলে আসছে ‘জংলি’।
এই সিনেমার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে গেছেন সিয়াম। তাই ‘জংলি’র চরিত্রটা গেল এক বছর আগলে ধরে রেখেছেন তিনি। চরিত্র হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেননি এই নায়ক।
থার্টি ফার্স্ট নাইটে সিয়াম ফেসবুকে লেখেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা। পরিচালনার দায়িত্বে আছেন এম রাহিম। এতে রোমান্স, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সব কিছুই আগে। বলা চলে, পুরাদস্তুর কমার্শিয়াল সিনেমা। সিনেমার শুটিং শেষে ভারতে পোস্ট প্রডাকশনের কাজও শেষ। চমক নিয়ে আসবে ‘জংলি’ যা চলতি বছর সিনেমা হলে দেখা যাবে বলে জানালেন সিয়াম।
তার কথায়, ‘২০২৪ সালে সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি ২০২৫ সালে। আপনারা সিনেমা হলে আসবেন। আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমা হলে বসে। এটাই আমার কামনা। দারুণ চমক নিয়েই ‘জংলি’ আসছে ২০২৫ সাল।’
এর আগে সিয়ামকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমা ‘শান’ বানিয়েছিলেন এম রাহিম। ‘জংলি’তেও সেই ধারা অব্যহত রেখেছেন নির্মাতা। ‘জংলি’র সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।