প্রথম দিনে কতো আয় করলো কিয়ারা-রাম চরণের ‘গেম চেঞ্জার’?
ঘোষণার ৫ বছর পর গত শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’। রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত এ সিনেমা করোনা মহামারিসহ বেশ কিছু কারণে পিছিয়ে গেলেও অবশেষে মুক্তি পেয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘গেম চেঞ্জার’ নির্মাণের ঘোষণা আসে। সে বছরের সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হয়। ‘গেম চেঞ্জার’ নির্মাণ করেছেন পরিচালক এস শংকর। এবার জানা গেল মুক্তির প্রথম দিনে কত আয় করেছে ছবিটি।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৮৫ কোটি রুপি! যার ভেতর শুধুমাত্র ভারত জুড়েই ছবিটি আয় করেছে ৬৫ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ ভারতজুড়ে তেলুগু ভাষায় প্রায় ৩৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২৪৮৫টি শো হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির ৭৫০০টিরও বেশি শো হয়েছে!
‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে। তার এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের।
রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ সিনেমাটির বাজেট চিল ৪৫০ কোটি রুপি। রাম চরণ, কিয়ারা ছাড়াও এতে অভিনয় করছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্ত।
তথ্যসূত্র: বলিউড মুভি রিভিউজ