দুই দশকের ক্যারিয়ারে প্রথমবার বিচারকের আসনে মিথিলা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাফিয়াত রশিদ মিথিলা । ছবি: নূর এ আলম

রাফিয়াত রশিদ মিথিলা । ছবি: নূর এ আলম

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয়শিল্পীদের লাইমলাইটে নিয়ে আসার লক্ষ্য নিয়ে দীপ্ত টেলিভিশন আয়োজন করতে যাচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। আর এই শোতে বিচারক হিসিবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। 

নিজের খবরটি ফেইসবুকে এক পোস্ট দিয়ে জানিয়েছেন মিথিলা। পাশাপাশি আগ্রহীদের এই শোয়ে আবেদন করারও আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
রাফিয়াত রশিদ মিথিলা । ছবি: নূর এ আলম

বিষয়টি নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে মিথিলা বার্তা২৪.কমকে বলেন, ‘শোবিজের নানা মাধ্যমে বহু বছর ধরে কাজ করছি। অভিনয়ের ক্যারিয়ারও প্রায় দুই দশক হতে চললো। কিন্তু এই প্রথমবারের মতো আমি বিচারকের আসনে বসতে চলেছি। তাই বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। শো’টির আইডিয়া আমার ভালো লেগেছে বলেই এর সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি আমরা সবাই মিলে একটি ভালো মানের শো উপহার দিতে পারবো।’

এতো বছর কেন কোন শোতে বিচারকের ভূমিকায় দেখা যায়নি? জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি প্রতি বছরই বেশকিছু শোতে বিচারক হবার প্রস্তাব পাই। কিন্তু আমার জন্য টানা সময় বের করা কষ্টসাধ্য হয়ে যায়। তাছাড়া টেলিভিশনে বিউটি পেজেন্ট, রান্নাসহ যতো ধরনের রিয়েলিটি শো হয়, সেগুলো আমার জন্য যুতসই মনে হয়নি। কিন্তু এই শোতে যেহেতু অভিনয় প্রতিভা খুঁজে বের করা হবে, তাই আমি এটাতে আগ্রহ দেখিয়েছি। কারণ, আমার মনে হয়েছে এতো বছর ধরে যেহেতু অভিনয় করছি ফলে বিচারক হলে এই শোতেই হওয়া যেতে পারে। এটাই আমার সঙ্গে বেশি মানানসই।’

বিজ্ঞাপন
রাফিয়াত রশিদ মিথিলা । ছবি: নূর এ আলম

এই রিয়েলিটি শোয়ের আয়োজন করেছে দীপ্ত টেলিভিশন। প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান, তার সঙ্গে থাকছেন নির্মাতা শিহাব শাহীনও।

‘দীপ্ত স্টার হান্ট’ নিয়ে আয়োজকরা বলছেন, গত ১০ জানুয়ারি থেকে আগ্রহীরা নিবন্ধন শুরু করেন, যা চলেছে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর সোমবার থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের ‘গ্রুমিং’ শুরু হবে।

প্রতিযোগিতার সেরা প্রতিযোগীদের আগামী দুই বছরের জন্য দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দায় কাজের সুযোগ দেওয়া হবে।

রাফিয়াত রশিদ মিথিলা । ছবি: নূর এ আলম

Stathunt.deeptoplay.com - এই লিংকে গিয়ে আগ্রহী প্রার্থীরা নিবন্ধন করতে পারবেন৷