গাজায় ইসরায়েলের পৃথক হামলায় নিহত ৬৪

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন এবং জাবালিয়া ও মাগাজি শরণার্থী শিবিরে ৪৪ জন নিহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে,উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আবাসিক কমপ্লেক্স লক্ষ্য এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছে, উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারেনি।

অন্য আরেকটি ঘটনায়, উত্তর গাজার জাবালিয়া এবং মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮০ জনেরও বেশি।

গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৫১৯ জন নিহত এবং প্রায় ১ লাখ মানুষ আহত হয়েছেন।