হামাসের হামলায় ইসরায়েলের ২ সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার উত্তরে জাবালিয়ায় হামাসের হামলায় ইসরায়েলের ২ সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়াও তারা ইসরায়েলের ট্যাংক ও সামরিক বুলডোজারকে লক্ষ করে শেলও ছুড়েছেন।

রোববার (২০ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদসংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের কাছে হামাস হামলা চালিয়ে ইসরায়েলের ২ সেনাসদসকে হত্যা করতে সক্ষম হয়েছে। এছাড়া তারা ইসরায়েলের ট্যাংক ও সামরিক বুলডোজার লক্ষ করে শেলও ছুড়েছেন।

খবরে আরো বলা হয়, হামাসের সদস্যরা ইসরায়েলের ৩টি ট্যাংককে ধ্বংস করতে সমর্থ হয়েছে। তারা পূর্ব জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীর সদস্যদের লক্ষ করে উচ্চ বিস্ফোরক ছুড়েছে।

এছাড়া গাজা শহরে তারা বোমা মেরে ইসরায়েলের দুটি সামরিক যান উড়িয়ে দিয়েছেন। এমনকী তারা ইসরায়েলের কোয়াডকপ্টার ড্রোনও ভূপাতিত করেছেন। এ ড্রোন সামরিক রসদ বহন করে নিয়ে যাচ্ছিল খবরে বলা হয়।