পেনসিলভানিয়ায় জিতলেই নির্বাচন জিতে যাব: ট্রাম্প

  হাতি-গাধার লড়াই ২০২৪
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যটি জিততে পারলেই এবারের প্রেসিডেন্ট নির্বাচন জিতে যাবেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়া রেডিও শোতে একথা বলেন তিনি। সেই সঙ্গে রিপাবলিকান ভোটারদের ভোট দেয়ারও আহ্বান জানান ট্রাম্প।

বিজ্ঞাপন

ওই শোতে ট্রাম্প বলেন, ‘পেনসিলভানিয়ায় জিতলে আমরা সম্পূর্ণ নির্বাচনটি জিততে পারব।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা এই দেশটিকে আগের চেয়ে আরও মহান করতে যাচ্ছি। তবে আপনাদের ভোটের লাইনে থাকতে হবে। আপনাদের নিরঙ্কুশ আইনি অধিকার রয়েছে সেই ভোটের। যদি আমরা পেনসিলভানিয়া জিততে পারি, তাহলে আমরা সম্পূর্ণ নির্বাচন জিতে যাব; আমরা সবকিছু জিতে যাব।’

তবে এখন বড় প্রশ্ন হলো তিনি ফিলাডেলফিয়াতে আরও সমর্থন জোগাড় করতে পারেন কিনা। কেননা, এই অঙ্গরাজ্যটি ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

ভোটের প্রায় শেষ ভাগে চলে এসেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। এর মধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্প পেয়েছেন ১৭৮টি ইলেক্টোরাল ভোট, আর কমলা পেয়েছেন ৯৯টি।