সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১৫
মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল তার প্রতিবেশী ফিলিস্তিন, লেবাননের পর এবার সিরিয়ায় হামলা জোরদার করেছে। দামেস্কের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কের মাজেহ পাড়ায় এবং গ্রামাঞ্চলের কুদসসায়া এলাকায় আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কর্মকর্তারা।
এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদরদপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সশস্ত্র গোষ্ঠীর অন্তর্গত বেশ কয়েকটি ভবন এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের একজন কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, মাজেহেতে তাদের একটি অফিসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে তাদের কয়েকজন সদস্য নিহত হয়েছে।
আল জাজিরার চার্লস স্ট্র্যাটফোর্ড বৈরুত থেকে রিপোর্ট করে বলেছে, ইসলামিক জিহাদ গাজা-ভিত্তিক গোষ্ঠী। যারা গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় হামাসের সাথে অংশ নিয়েছিল।
ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের অক্টোবরে ৭ ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর থেকে এই ধরনের অভিযান আরও বাড়িয়েছে দেশটি।
লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ায় অবস্থিত ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডাররা দামেস্কের মাজেহে বসবাস করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাটিতে ইসরায়েলি হামলায় এসব গোষ্ঠীর কয়েকজন কর্তাব্যক্তি নিহত হয়েছেন।