কেনিয়ার গ্রামে আছড়ে পড়ল পাঁচশ কেজির ‘স্পেস অবজেক্ট’
কেনিয়ার একটি প্রত্যন্ত গ্রামে একটি ৫’শ কেজি ওজনের মহাকাশযানের টুকরো মাটিতে আছড়ে পড়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) এই প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
কেনিয়ার স্পেস এজেন্সি বুধবার এক বিবৃতিতে আছড়ে পড়া বস্তুটির সম্পর্কে জানিয়েছে। বস্তুটিকে কোনো ‘মহাকাশ যানের টুকরো’ চিহ্নিত করেছে মহাকাশ বিশেষজ্ঞরাই। দেখতে গোল এই বস্তুটি একটি ধাতব রিং, যার ব্যাস আড়াই মিটার। তারা আরও জানিয়েছে, মহাকাশ যানের বস্তুটি ৮ ফুট প্রশস্ত এবং ওজন প্রায় ৫০০ কেজি। কেনিয়ার স্পেস এজেন্সি এখন বস্তুটিকে নিজেদের হেফাজতে রেখেছে।
ঐ অঞ্চলের বাসিন্দারা জানিয়েছে, সোমবার বিকেলে মাকুয়েনির দক্ষিণ কাউন্টির মুকুকুর প্রত্যন্ত গ্রামে আকাশ থেকে একটি বিশাল আকৃতির লাল-গরম বস্তু পড়ে। ঘটনার পরপরেই তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় মহাকাশ সংস্থা । এই ঘটনায় কোনোরকম হতাহত ঘটেনি।
স্পেস এজেন্সি প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, সম্ভবত কোনো রকেট থেকে একটি রিং খসে পড়েছিল। সাধারণত মহাকাশের ধ্বংসাবশেষ সমুদ্রে পড়ে বা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার আগেই পুড়ে ক্ষয় হয়ে যায়। কিন্তু এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটি ঠিক কোথা থেকে এসেছে, তা নিশ্চিত করার জন্য এখনও তদন্ত চলছে।
এমবুনি সাব কাউন্টি পুলিশ কমান্ডার জুলিয়াস রোটিচ কেনিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানিয়েছেন, সোমবার যখন তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন, তখনও বস্তুটি গরম ছিল। তাপমাত্রা কমে শীতল না হওয়া পর্যন্ত বাসিন্দাদের নিরাপদ দূরত্বে রাখা হয়েছিলো।