বিয়ের ১৭ দিন পর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

বিয়ের ১৭ দিন পর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

বিয়ের ১৭ দিন পর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

নীলফামারীর সৈয়দপুরে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় তার স্বামী মুহাম্মদ রানাকে আটক করেছে পুলিশ।

রবিবার (৫ জানুয়ারি)সকালে শহরের কাজিরহাট এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুক্তা সৈয়দপুর শহরের কুন্দল এলাকার মৃত নান্নুর মেয়ে এবং কাজিরহাট এলাকার মোহাম্মদ রানার স্ত্রী। মুক্তা স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করতেন।

বিজ্ঞাপন

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ দিন আগে রানার সঙ্গে মুক্তা আক্তারের বিয়ে করে। বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন ভালো চলছিলো। এতে গতকাল রাতে রানা বাসায় ফিরে পারিবারিক বিষয় নিয়ে মুক্তার সঙ্গে ঝগড়া হয়। এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রানা মুক্তারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রানা মুক্তার পরিবারকে কল দিয়ে তাকে হত্যার বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয় পুলিশ এসে মুক্তার মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফইম উদ্দিন বলেন, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে রানা নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন।নিহতের পরিবার মামলা করলে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন