তপু হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড
অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন, মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন ও মো. ইয়ামিন মোল্লা।
২০২২ সালের ২ জানুয়ারি তপুর চাচা দারুসসালাম থানায় তপু নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি করেন।
জিডির পর অপহরণকারীরা ভিকটিমের মুক্তির জন্য তার (চাচা) কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এরপর তিনি দারুসসালাম থানায় আবার একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম।
ঘটনার দিন অপহরণকারীরা জহুরাবাদস্থ এলাকায় ইমরানের ভাড়া বাসায় তপুকে ডেকে এনে সুকৌশলে অপহরণ করে। পরে মুক্তিপণ না পেয়ে ইমরানের বাসাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ভিকটিমের মরদেহ বস্তাবন্দি করে জহুরাবাদের বেড়িবাঁধে ফেলে দেয়।
২০২২ সালের ৪ জানুয়ারি রাজধানীর দারুসসালাম, মিরপুর মডেল ও শাহআলী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে ডিবি পুলিশ।