নতুন মামলায় গ্রেফতার দীপু, পলক, ইনু ও মেনন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডা. দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু

ডা. দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু

রাজধানীর রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ডা. দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে।

সোমাবার (২ ডিসেম্বর) সকালে পলক ছাড়া অপর আসামিদের ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসব মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

বিজ্ঞাপন

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদেশ শেষে তাদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন