আমু-কামরুলকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে আগামী ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ডিসেম্বর) ট্রাইব্যুনালের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিগত জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে করা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

শুনানি শেষে প্রসিকিউটর জি এম এইচ তামিম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিগত সরকারের সাথে ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কারফিউ এবং কাউকে দেখামাত্র গুলির নির্দেশের সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে এ সিদ্ধান্তের পেছনে মূল হোতা ছিলেন আমু।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাবেক এমপি এডভোকেট কামরুল ইসলাম তার নিজের সংসদীয় আসনে ক্যাডার বাহিনীকে নির্দেশ প্রদানের মাধ্যমে আন্দোলনরত ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করান এবং এতে আহত ও নিহত হয় অনেক মানুষ। এসব অভিযোগে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে নভেম্বরের ৬ তারিখ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার হন আমু এবং ১৮ তারিখ উত্তরা থেকে গ্রেফতার করা হয় কামরুলকে।

বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন আমু ও কামরুল।