সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নজিবুর রহমান

নজিবুর রহমান

সাবেক মুখ্য সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক তথ্যটি নিশ্চিত করেছেন।

রোববার (৬ অক্টোবর) রাতে ঢাকা থেকে নজিবুরকে গ্রেফতার করা হয়। সোমবার (৭ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান৷ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়।

তিনি ১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন তিনি।