দুর্গাপূজায় সতর্ক থাকার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ

দুর্গাপূজায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘দূর্গাপূজায় কোনো অসাধু চক্র যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে, এ বিষয়ে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এদেশের সম্প্রীতির গায়ে যেন কোনো ধরনের দাগ না লাগে, এ বিষয়ে সজাগ থাকতে হবে।’


ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লিখেন, ‘পূজা এলেই একটি মহল সংখ্যালঘুদের ওপর নিপীড়ন করে বিশেষ ফায়দা হাসিল করতে চায়। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’

উল্লেখ্য, চলতি বছর সারাদেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা ৩২ হাজার ৬৬৬টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭টি ও উত্তর সিটিতে ৮৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পূজা মণ্ডপের যে সংখ্যা বলা হচ্ছে তা সরকারি বা পূজা উদযাপন পরিষদের তালিকা নয়। এটি একটি সম্ভাব্য তালিকা।

গত (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।