ভারত পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক যুগ্ম সচিব কিবরিয়া

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার

সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পুটিয়া নামক এলাকায় সালদা নদী বিওপির টহল দল তাকে আটক করে।

বিজ্ঞাপন

বিকেলে সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য জানান।

তিনি জানান, দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ সালদানদী বিওপির দল টহল দিচ্ছিল। এসময় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের প্রাক্কালে এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামে একজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশে সীমান্ত এলাকায় আগমন করেন।

তিনি আরও জানান, আটককৃত সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।