আইফোন ও টাকার জন্য মা-ছেলেকে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আইফোন ও টাকার জন্য সুনামগঞ্জে মা-ছেলেকে হত্যা করেছে ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তবে এই ঘটনায় ইতিমধ্যে প্রধান আসামিকে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হলেও ঘাতকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। সে কুরবান নগরের আলহেরা মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত (২৯ অক্টোবর) মঙ্গলবার ভোরে পৌর শহরের হাসন নগর এলাকায় নিজ বসত ভিটায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তাঁর ছেলে মিনহাজ (২০)। এই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য খুঁজে বের করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধার করে। মূলত নিহত মিনহাজের আইফোন ও তাদের ঘরে থাকা টাকা পয়সা চুরি করার সময় মিনহাজের ঘুম ভেঙে গেলে ঘাতক ও তার বন্ধু বটি দিয়ে মিনহাজকে আঘাত করে। এক পর্যায়ে সে চিৎকার দিলে পাশের রুমে থাকা তার মা দৌঁড়ে আসলে তাকেও ঘাতকরা বটি দিয়ে আঘাত করে খুন করে এবং আইফোন নিয়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন ১১ চুরি ও তাদের ঘরে থাকা টাকা পয়সা লুট করার পরিকল্পনা করে। মূলত আইফোন ও টাকার জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।