সোনামসজিদ সীমান্তে ফেনসিডিলসহ ভারতীয় পাথর বোঝাই ট্রাক জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮১ বোতল ফেনসিডিলসহ ৫২ টন পাথর বোঝাই ১টি ভারতীয় ট্রাক জব্দ করেছে (৫৯ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ‍ইউনিয়নের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি'র একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৮১ বোতল ফেনসিডিলসহ ৫২ টন পাথর বোঝাই ১টি ভারতীয় ট্রাক জব্দ করা হয়।

আটককৃত মাদকদ্রব্য, পাথরসহ ট্রাক এর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করতঃ আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানানো হয়।