বাবার মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচারে বাধা, ছেলের মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

বাবার মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচারে বাধা

বাবার মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচারে বাধা

সিলেটের বিশ্বনাথে বাবার মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচার করতে বাধা দেওয়ায় মামলা করেছে ছেলে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত চান মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের নুরুল হকসহ ১৩ জনকে অভিযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

মামলা দায়েরের পর পুলিশ বুধবার উপজেলার রামপাশা বাজার থেকে ১১ নং আসামি মঞ্জুল হককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মঞ্জুল উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত জাবিদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া।

মামলার এজাহারে বলা হয়, গত ১২ অক্টোবর সকাল সোয়া ৭টায় মারা যান খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মো. চাঁন মিয়া। মারা যাওয়ার পর সকাল ৮টায় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। কেন মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলো জানতে চেয়ে নুরুল হকসহ কয়েকজন তেঘরি গ্রামের দুটি মসজিদের মাইক বন্ধ করে দেন।

তাছাড়াও ভূবন শাহ'র মাজার থেকে তেঘরি গ্রামের রাস্তায় বিবাদীরা হাতে দা ও বাঁশের লাঠি নিয়ে মৃত চাঁন মিয়ার আত্মীয় স্বজনকে তার বাড়িতে আসতে বাধা দেয়। এমন কি ইমামকে জানাজায় আসতে দেয়নি।

তেঘরি পুরাতন জামে মসজিদের ইমাম ফারহান আহমদ বলেন, ঘটনার দিন সকালে আমাকে একটা শিশু এসে মৃত্যুর সংবাদ দেয়। পরে সকাল ৮টায় মসজিদের মাইকে ঘোষণা দিয়েছি। তখন কেউ বাধা দেননি। এছাড়া আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে জানাজার নামাজে যেতে পারিনি।

মামলায় অভিযুক্ত শফিকুল হক ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন, মসজিদের জায়গা নিয়ে চাঁন মিয়ার পরিবারের সাথে মসজিদ পঞ্চায়েতের বিরোধ রয়েছে। তাই হয়রারি করতে মিথ্যা মামলা করছে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। তবে পূর্ব কোনো বিরোধ ছিল কি না জানা নেই।