জরিমানাসহ ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী সারাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ। সেই মোতাবেক সারাদেশে পলিথিন উৎপাদন ও সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) অভিযানের মাধ্যমে জরিমানাসহ ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ করে উৎপাদনকারী কারখানাগুলো সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

এছাড়া ১৪টি অভিযান পরিচালনা করে ২১টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করাসহ প্রায় ৪৮৪৫.২ কেজি পলিথিন জব্দ এবং ১টি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায়ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।