বিএনপি কার্যালয়ে হামলা, দু’বছর পর ৪ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলায় দুবছর আগে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুমকি থানা পুলিশ তাদের আটক করে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হুমায়ুন কবির মৃধা (৪৫), লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ছিদ্দিকুর রহমান আকন (৬৫), একই ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য মো. শহিদুল আকন (৪৫) এবং মো. সাইদুল ইসলাম টিটু আকন (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ মার্চ বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়ে বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় যুবদল নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে আওয়ামী লীগের ৮৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন

বিজ্ঞাপন

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আহম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।