তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক এমপি মুকুল গ্রেফতার
আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এসপি) শিহাব করিম।
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল।
আলী আজম পারিবারিক ভাবে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয়দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় বুধবার গ্রেফতার হলেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।