রাজবাড়ীতে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

জরিমানা/ছবি: সংগৃহীত

জরিমানা/ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স টিম জেলার বালিয়াকান্দি ও সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় বলে তিনি জানান।

বিজ্ঞাপন

জানা গেছে, বিশেষ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে সদর উপজেলার সূর্য্যনগর রেলগেট বাজার ও বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বহরপুর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আধীনে ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করে।

অপরদিকে সদর উপজেলার সূর্য্যনগর পুরাতন ও রেলগেট বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে আফিয়া স্টোরকে ৪ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স খান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি চলমান থাকবে।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী ও পুলিশের উপ-পরিদর্শক(এএসআই) মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।