ঝালকাঠিতে কবর জিয়ারতের কথা বলে অটোচুরি, আটক-২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝালকাঠি নেছারাবাদ দরবার শরিফের কবর জিয়ারত করার কথা বলে অটোরিক্সা চুরি করেছে এক চক্র। পরবর্তীতে ঝালকাঠি বাসস্টান্ড এলাকা থেকে আন্তঃজেলা অটোচোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সকালে নেছারাবাদ দরবার শরিফের সামনে থেকে অটো চালককে আচেতন করে চুরির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটকের পর ওই চোরদের দেয়া তথ্য অনুযায়ী শহরের সিটি পার্ক এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

আটক চুন্নু মোল্লা ওরফে চুন্নু মিয়া (৩৫) নড়াইল জেলার ডর বল্লাহাটি গ্রামের মৃত ওহাব মোল্লার ছেলে ও অপরজন শুক্কুর আলী ওরফে মিলন (৩৫) সিরাজগঞ্জের চৌহালি থানার বন্যা গ্রামের আ: কুদ্দুস মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকার অটোচালক বাদল হাওলাদারের পুত্র মেহেদী হাসান জানান, সকালে বাসস্টান্ড এলাকা থেকে ৫০ টাকা ভাড়া চুক্তিতে নেছারাবাদ দরবার শরিফে যাই। তারা সেখানে কবর জিয়ারত শেষে বের হয়ে বলে হুজুরে আসতে দেরি আছে চলো আমরা সিংঙ্গারা খাই। আর সিংঙ্গারা খাওয়ার পরই আমি অচেতন হয়ে পড়ি। পরে আমাকে ফেলে রেখে চাবি ছাড়াই তারা আমার অটো নিয়ে চলে যায়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, চুরি করাই তাদের একমাত্র পেশা। তারা বিভিন্ন এলাকায় গিয়ে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালকদের অচেতন করে অটোসহ অন্যান্য যানবাহন চুরি করে। পুলিশের অভিযান চলার পর সকালে ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে এই চোরদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেও একাধিক মামলা রয়েছে। অটোচালক মেহেদী হাসান বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দিয়েছে ওই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।